সাহেব বাড়ি কিন্তু আসলেই আছে।
আমাদের এই বাংলাদেশেই আছে। সেই বাড়ি এখন বিরানভূমি। মানুষের অভিশাপে নাকি সময়ের প্রয়োজনে, সেই কথা না হয় তোলাই থাক। এই সব কাহিনির পটভূমি এবং চরিত্র বাস্তব। নাকি অবাস্তব? আমার বা আপনার আশপাশে, নানি-দাদিদের মুখে শোনা গল্প, শ্লোক, পুঁথি পাঠে এমন কত শত গল্প ছড়িয়ে-ছিটিয়ে আছে। রাজা-রানীদের গল্প। জমিদারবাড়ির গল্প। আছে প্রজাদের গল্প। বীরদের গল্প। আবার এখনো বাংলার বুকে আছে মীর জাফরের গল্প।
সাহেব বাড়ি থাকলে কি আপনারা গল্পটা অধিক মনোযোগ দিয়ে পড়বেন নাকি কাল্পনিক হলে? তবে ধরে নিন, অর্ধেক সত্য আর অর্ধেক মিথ্যা। বা সবটুকুই সত্য নাকি সবটুকুই মিথ্যা?
সাহেব বাড়ি আছে, আবার নেইও। হয়তো সেই আগের স্থাপত্য নেই। দেড়শ বছর আগের স্থাপত্য টিকিয়ে রাখা কি এত সোজা? কয়টাই বা বাকি আছে আমাদের বাংলাদেশে? হয়তো সেই পুরাতন ভূমির উপরে উঠে গেছে নতুন কোনো দালানকোঠা। আগের চেয়েও জমকালো, চোখ ধাঁধানো। মানুষগুলোই তো হারিয়ে যায়, দালানকোঠা শুধু রয়ে যায় দীর্ঘশ্বাসের মতো।
তবে সেই গাব গাছটা, সেই বড় কাকচক্ষু দিঘিটা কিন্তু আজও আছে। আমি নিজেই দেখেছি। গাছের তলায় গিয়ে বসেছি। তপ্ত দুপুরেও সেই গাছ আমাকে নরম ঠান্ডা বাতাসে বড় আরাম দিয়েছে।
নাকি বসিনি আমি? লেখক মানুষ। বানিয়ে বানিয়ে বলছি? হলেও হতে পারে! কে জানে? যারা জানবার, তারা কিন্তু ঠিকই জেনে যাবে।
না হয় শুধু গল্প হিসেবেই পড়ুন।
Title |
সাহেব বাড়ি |
Author |
ফারিয়া প্রেমা
|
Publisher |
অবসর প্রকাশনা সংস্থা
|
ISBN |
9789848799642 |
Edition |
১ম প্রকাশ, ২০২১ |
Number of Pages |
156 |
Country |
Bangladesh |
Language |
বাংলা |
ফারিয়া প্রেমা
ফারিয়া প্রেমা একজন গল্পকার। আগেও গল্প বলেছেন, সব সময় গল্প বলা চালিয়ে যাবেন। মানুষের মনস্তত্ত্ব, প্রকৃতি মাতা এবং অন্যান্য সূক্ষ্ম বিষয় তাঁর কবিতা, গল্প এবং গানে ফুটে ওঠে সেই ছােটবেলা থেকে। তিনি যখন দ্বিতীয় শ্রেণিতে পড়তেন তখন থেকেই পত্রিকার ছােটদের পাতায় তাঁর লেখা ছাপা হতাে। মাঝে খানিকটা বিরতি নিয়ে নতুন উদ্যমে নানান ভিন্নতা নিয়ে তিনি তাঁর গল্পে ফিরে আসেন। অমর একুশে বইমেলা ২০১৩-তে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘অবমানবের শার্সি’ প্রকাশিত হয়। দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ ‘আরশি’ একটি ইংরেজি উপন্যাস, যা ২০১১-তে নিউ ইয়র্কের ন্যাশনাল নভেল রাইটিং প্রতিযােগিতায় বিজয়ী হয়। ২০১৬-তে ‘দ্য নাম্বার নাইন এবং ২০১৭-তে ‘সিক্রেটস শেয়ারড’ উপন্যাস দিয়ে তিনি আবারাে এই প্রতিযােগিতায় বিজয়ী হন। ‘সিক্রেটস শেয়ারড’ ২০১৮ সালের জুন মাসে প্রকাশিত হয়। ২০২১-এ তাঁর প্রথম বাংলা উপন্যাস ‘সাহেব বাড়ি’ প্রকাশিত হয়।
লেখালেখির পাশাপাশি ২০১৭-তে তাঁর প্রথম একক সংগীতের অ্যালবাম ‘অনেক দিনের পরে জানাে? প্রকাশিত হয়। | তিনি BAMAAR INC. (নিউ ইয়র্ক স্টেটে নিবন্ধিত একটি অলাভজনক প্রতিষ্ঠান)-এর একজন সহ-প্রতিষ্ঠাতা এবং চেয়ারপারসন। BAMAAR অর্থ হল ‘বাংলা মিউজিক আর্কাইভ অ্যান্ড রিসার্চ', যা গত প্রায় এক দশক ধরে বাংলা গানের সংগ্রহ, সংরক্ষণ ও গবেষণা নিয়ে কাজ করে যাচ্ছে। এ ছাড়াও তিনি বিজ্ঞাপনী সংস্থা জেটল্যাগ ক্রিয়েটিভস’-এর হেড অফ ক্রিয়েটিভসের দায়িত্ব পালন করছেন। গল্প, গান, কবিতা লেখার পাশাপাশি তিনি বর্তমানে শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও নির্মাণ নিয়ে ব্যস্ত আছেন।