প্রদীপ রায় ১৯৫২ সালের ২ অক্টোবর মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক নিবাস টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বেকরা গ্রামে। তিনি ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে এম. এ. এবং ১৯৮৪ সালে ভারতের পুনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. ডিগ্রি লাভ করেন। কিছুকাল মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজে অধ্যাপনা করে ১৯৮৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে প্রভাষক হিসেবে যােগ দেন। বর্তমানে এই বিভাগের অধ্যাপক। এ ছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ, ইনস্টিটিউট অব বিজিনেস অ্যাডমিনিস্ট্রেশন (IBA) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ; পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ খণ্ডকালীন শিক্ষকতা করেন। বাংলাদেশ দর্শন সমিতি, বাংলা একাডেমি, এশিয়াটিক সােসাইটি অব বাংলাদেশ-এর আজীবন সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যও ছিলেন তিনি। দেশ-বিদেশের জার্নালে তার দর্শন বিষয়ক বহু প্রবন্ধ প্রকাশিত হয়েছে। প্রকাশিত গ্রন্থের মধ্যে। রয়েছে : মানিকগঞ্জ জেলার রাজনৈতিক ইতিহাস (১৯৮৫), গােবিন্দ চন্দ্র দেব : জীবন ও দর্শন (সম্পাদিত ১৯৯২), ব্যবহারিক নীতিবিদ্যা (অনূদিত, ১৯৯৬), পাশ্চাত্য দর্শনের ইতিহাস (অনূদিত, প্রাচীন ও মধ্যযুগ, ১৯৯৮), দেব স্মারক বক্তৃতামালা : ১৯৮১-১৯৯৯ (যুগ্ম সম্পাদনা; ২০০০), গােবিন্দ চন্দ্র দেব : অগ্রন্থিত প্রবন্ধ ও অন্যান্য রচনা (সংগ্রহ ও সম্পাদনা, ২০০২), পাশ্চাত্য দর্শনের ইতিহাস (অনূদিত, আধুনিক যুগ, প্রথম খণ্ড, ২০০৩)। তাঁর প্রকাশিতব্য সম্পাদনামূলক গ্রন্থের মধ্যে রয়েছে ১৮ খণ্ডে বাঙালির দর্শনচর্চা ও পরিভাষা অভিধান (কলা ও সামাজিক বিজ্ঞান)।