মলয় পাঁড়ে

মলয় পাঁড়ে। দৈনিক পত্রিকা, সাপ্তাহিক, পাক্ষিকে মিলিয়ে সাড়ে তিন দশকের সাংবাদিকতা জীবন। দৈনিক ইত্তেফাকে কেটেছে ২২টি বছর। প্রকাশিত বইয়ের সংখ্যা চার। জন্ম ১৯৬৯ সালে তৎকালীন খুলনা জেলার (বর্তমানে বাগেরহাট) রামপাল থানাধীন পিপুলবুনিয়া গ্রামে। পড়াশুনা-শুরুটা গ্রামের স্কুলে, পরে শ্রীফলতলা উচ্চ বিদ্যালয়, পি. সি. কলেজ ও জগন্নাথ কলেজে। জগন্নাথ কলেজে পড়াশুনার সময়েই লেখালেখি করতে করতে সাংবাদিকতায় প্রবেশ। এখনও পড়াশুনা, লেখালেখি আর সাংবাদিকতা চলে পাশাপাশি।

Read More