ফারিয়া প্রেমা একজন গল্পকার। আগেও গল্প বলেছেন, সব সময় গল্প বলা চালিয়ে যাবেন। মানুষের মনস্তত্ত্ব, প্রকৃতি মাতা এবং অন্যান্য সূক্ষ্ম বিষয় তাঁর কবিতা, গল্প এবং গানে ফুটে ওঠে সেই ছােটবেলা থেকে। তিনি যখন দ্বিতীয় শ্রেণিতে পড়তেন তখন থেকেই পত্রিকার ছােটদের পাতায় তাঁর লেখা ছাপা হতাে। মাঝে খানিকটা বিরতি নিয়ে নতুন উদ্যমে নানান ভিন্নতা নিয়ে তিনি তাঁর গল্পে ফিরে আসেন। অমর একুশে বইমেলা ২০১৩-তে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘অবমানবের শার্সি’ প্রকাশিত হয়। দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ ‘আরশি’ একটি ইংরেজি উপন্যাস, যা ২০১১-তে নিউ ইয়র্কের ন্যাশনাল নভেল রাইটিং প্রতিযােগিতায় বিজয়ী হয়। ২০১৬-তে ‘দ্য নাম্বার নাইন এবং ২০১৭-তে ‘সিক্রেটস শেয়ারড’ উপন্যাস দিয়ে তিনি আবারাে এই প্রতিযােগিতায় বিজয়ী হন। ‘সিক্রেটস শেয়ারড’ ২০১৮ সালের জুন মাসে প্রকাশিত হয়। ২০২১-এ তাঁর প্রথম বাংলা উপন্যাস ‘সাহেব বাড়ি’ প্রকাশিত হয়।
লেখালেখির পাশাপাশি ২০১৭-তে তাঁর প্রথম একক সংগীতের অ্যালবাম ‘অনেক দিনের পরে জানাে? প্রকাশিত হয়। | তিনি BAMAAR INC. (নিউ ইয়র্ক স্টেটে নিবন্ধিত একটি অলাভজনক প্রতিষ্ঠান)-এর একজন সহ-প্রতিষ্ঠাতা এবং চেয়ারপারসন। BAMAAR অর্থ হল ‘বাংলা মিউজিক আর্কাইভ অ্যান্ড রিসার্চ', যা গত প্রায় এক দশক ধরে বাংলা গানের সংগ্রহ, সংরক্ষণ ও গবেষণা নিয়ে কাজ করে যাচ্ছে। এ ছাড়াও তিনি বিজ্ঞাপনী সংস্থা জেটল্যাগ ক্রিয়েটিভস’-এর হেড অফ ক্রিয়েটিভসের দায়িত্ব পালন করছেন। গল্প, গান, কবিতা লেখার পাশাপাশি তিনি বর্তমানে শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও নির্মাণ নিয়ে ব্যস্ত আছেন।