মোঃ রমজান আলী আকন্দ
মাে. রমজান আলী আকন্দ সরকারি আজিজুল হক কলেজে ইতিহাস বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি বেশ কিছুকাল থেকে লেখালেখির সঙ্গে জড়িত আছেন। সরকারি কাজের অবসরে লেখালেখি করে তিনি সময় কাটান। তাঁর রচিত গ্রন্থ হচ্ছে : আধুনিক ইউরােপ (১৪৫৩-১৭৮৯), দক্ষিণ এশিয়ার ইতিহাস (প্রাচীনকাল থেকে ১৫২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত), বাংলার ইতিহাস, বিবর্তনের ধারা—আদিকাল থেকে ১৯৭১ খ্রিস্টাব্দ পর্যন্ত, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, বাংলার ইতিহাস প্রাচীনকাল থেকে ১২০৪ খ্রিস্টাব্দ পর্যন্ত, ইতিহাস ও ঐতিহাসিক, ইতিহাস পরিচিতি, ভারতের মুসলমানদের ইতিহাস, গুরু সক্রেটিস, জরথুস্ত্র। উল্লিখিত গ্রন্থ ছাড়াও প্রাচীন সভ্যতার ইতিহাস, প্রাচীন মিশরীয় সভ্যতা, প্রাচীন মেসোপটেমীয় সভ্যতা, পারস্য সভ্যতা, প্রাচীন গ্রিক সভ্যতা, প্রাচীন রুমান সভ্যতা, সিন্ধু সভ্যতা, হিব্রু সভ্যতা, প্রাচীন চীনা সভ্যতা, গৌতম বুদ্ধ, মুসলিম ইতিহাসতত্ত্ব, বাংলাদেশের জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য, ইতিহাস তত্ত্ব ও গবেষণা পদ্ধতিসহ আরাে কয়েকটি গ্রন্থ যন্ত্রস্থ অবস্থায় রয়েছে। তিনি সৌদি আরব, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তুরস্ক, কাতার প্রভৃতি দেশের ঐতিহাসিক নিদর্শনসমূহ পরিদর্শন করেছেন। তিনি সকলের সহানুভূতি ও দোয়াপ্রার্থী।