শ্রীকান্ত (অখণ্ড)

Editor : মাহবুব বোরহান

Author : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

List Price: Tk. 450

Tk. 338 You Save 112.5 (25%)

"শ্রীকান্ত (অখণ্ড)" বইয়ের সংক্ষিপ্ত লেখা: অনির্দি ষ্ট পথের পথিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর আপন জীবনের ছায়া দিয়েই সৃষ্টি করেছেন বাংলা সাহিত্যের এক অসাধারণ উপন্যাস ‘শ্রীকান্ত’। শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সর্বাপেক্ষা বৃহৎ উপন্যাস। জনপ্রিয়তায়ও শরৎচন্দ্রের সকল উপন্যাসকে ছাড়িয়ে গেছে শ্রীকান্ত। শ্রীকান্ত উপন্যাস নিয়ে নানা রকম আলোচনা-পর্যালোচনার একটি পরিচিত প্রসঙ্গ রচনাটির আঙ্গিক। শ্রীকান্ত কী? ভ্রমণকাহিনী, আত্মজীবনী, উপন্যাস-নাকি অন্য কিছু? শ্রীকান্ত কোন ধরনের রচনা এ নিয়ে বিজ্ঞজনদের অভিমত বহুবিধ। শ্রীকান্ত সম্পর্কে সিরাজুল ইসলাম চৌধুরী লিখেছেন, “শ্রীকান্ত নিজেই নিজের পরিচয় দিচ্ছে একজন ভবঘুরে বলে। তার কাহিনী শৃঙ্খলাবিহীন, পারম্পর্য বিচ্যুত, অসংগঠিত। তার চারপাশের জীবনের বিশৃঙ্খলাই ঔপন্যাসিক বিশৃঙ্খলা হিসাবে দেখা দিয়েছে।” হুমায়ূন কবির লিখেছেন, “শরৎচন্দ্রের সর্ব শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে ‘শ্রীকান্ত’।” ‘শ্রীকান্ত’ উপন্যাস শুধু বাংলা সাহিত্যের নয়, বিশ্বসাহিত্যেরও গুরুত্বপূর্ণ সম্পদ।
Title শ্রীকান্ত (অখণ্ড)
Author শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Publisher প্রতীক প্রকাশনা সংস্থা
ISBN 9789848795842
Edition ১ম প্রকাশ, ২০১৯
Number of Pages 492
Country Bangladesh
Language বাংলা
sarat_chandra_chattopadhyay_portrait.jpg

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

বাঙালির জীবনের আনন্দ-বেদনাকে সাবলীল স্বচ্ছন্দ ভাষায় যে কথাশিল্পী পরম সহানুভূতি ভরে তুলে ধরেছেন বাংলা সাহিত্যে, তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ১৮৭৫ সালের ১৫ সেপ্টেম্বর, হুগলি জেলার ছোট্ট গ্রাম দেবানন্দপুরে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র। দারিদ্র্যের কারণে তাঁর শৈশবকাল বলতে গেলে মাতুলালয় ভাগলপুরেই কেটেছে। দারিদ্র্যের কারণে ফি দিতে না পেরে বেশ কয়েকবার স্কুল বদলিও করতে হয়েছিলো ছোটবেলা থেকেই দুরন্ত ও মেধাবী শরৎচন্দ্রের। এন্ট্রান্স পাস করে কলেজে ভর্তি হলেও এফএ পরীক্ষার ফি জোগাড় করতে না পেরে পরীক্ষায় বসতে পারেননি। দারিদ্র্য যখন শিক্ষাজীবনে অব্যহতি টানলো, তারপরই শুরু হলো আপাত সাধারণ এই মানুষটির বর্ণাঢ্য কর্ম ও সাহিত্যজীবন। এ সময় প্রতিবেশী বিভূতিভূষণ ভট্টের বাড়িতে আয়োজিত সাহিত্যসভায় লেখালেখির অনুপ্রেরণা ফিরে পেলেন যেন আবার। যার ফলশ্রুতিতে বাংলা সাহিত্য পেয়েছিলো বড়দিদি, দেবদাস, চন্দ্রনাথ, শুভদা’র মতো কালোত্তীর্ণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর উপন্যাস সমগ্র। কাছাকাছি সময়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটগল্প অনুপমার প্রেম, আলো ও ছায়া, হরিচরণ, বোঝা ইত্যাদি রচিত হয়। বনেলী রাজ স্টেটে সেটলমেন্ট অফিসারের সহকারী হিসেবে কিছুদিন কাজ করেন এসময়। কিন্তু তারপরই বাবার উপর অভিমান করে সন্ন্যাসদলে যোগ দিয়ে গান ও নাটকে অভিনয়ে মনোনিবেশ করেন। কখনও কলকাতা হাইকোর্টের অনুবাদক, আবার বার্মা রেলওয়ের হিসাব দপ্তরের কেরানি হিসেবেও কাজ করেন শরৎচন্দ্র। রাজনীতিতেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন ১৯২১ সালে কংগ্রেসের অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে, এবং হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়ে। এর মাঝে নিরন্তর চলেছে নিজস্ব জীবনবোধ ও অভিজ্ঞতা উৎসারিত সাহিত্যচর্চা। সমষ্টি আকারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গল্প সমগ্র বিন্দুর ছেলে ও অন্যান্য, শ্রীকান্ত-৪ খন্ড, কাশীনাথ, ছেলেবেলার গল্প ইত্যাদি সময় নিয়ে প্রকাশিত হলেও পেয়েছিলো দারুণ পাঠকপ্রিয়তা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর বই সমূহ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে, এবং বিশ্বব্যাপী পাঠকের কাছে হয়েছে সমাদৃত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর বই সমগ্র দেবদাস, শ্রীকান্ত, রামের সুমতি, দেনা-পাওনা, বিরাজবৌ ইত্যাদি থেকে বাংলাসহ ভারতীয় নানা ভাষায় নির্মিত হয়েছে অসাধারণ সফল সব চিত্রনাট্য ও চলচ্চিত্র। সাহিত্যকর্মে অসাধারণ অবদানের জন্য এই খ্যাতিমান বাংলা সাহিত্যিক কুন্তলীন পুরস্কার, জগত্তারিণী স্বর্ণপদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধি লাভ করেন। ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি কলকাতায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


Submit Your review and Ratings

Please Login before submitting a review..