বিজ্ঞানের জগতে একজন আবিষ্কারক হিসেবে এডিসনের অবদান অপরিসীম। ছোট-বড় সব মিলিয়ে প্রচুর জিনিস আবিষ্কার করেছেন তিনি, যা আজকের ব্যবহারিক জীবনে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কোয়াড্রুপ্লেক্স টেলিগ্রাফ, ফোনোগ্রাফ ও বিজলি বাতি আবিষ্কার এবং বৈদ্যুতিক জেনারেটরের গুরুত্বপূর্ণ উন্নয়ন, চলচ্চিত্র ক্যামেরা উদ্ভাবন-এসব অবিস্মরণীয় অবদান এডিসনকে জীবন্ত কিংবদন্তিতে পরিণত করে। জীবনের শেষ দিন পর্যন্ত এই সুখ্যাতি উপভোগ করে গেছেন তিনি।
শরিফুল ইসলাম ভুঁইয়া
ছোটদের জন্য অনেক দিন ধরেই লিখছেন । তাঁর গদ্য বিষয়-বৈচিত্র্যে ভরপুর । কোনো গল্পে থাকে রহস্য, বা চিরচেনা আটপৌরে জীবন । এপর্যন্ত তার ৩৫টির মতো বই প্রকাশিত হয়েছে । এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাতি নিয়ে হইচই, বিলের ধারে নীলভূত, পরীক্ষার মন্ত্র, ছোটদের হাসির গল্প, বিড়ালের মমি, খিলটুসের খপ্পরে, জীবন্ত দুঃস্বপ্ন, পটলভাইয়ের টার্টল মিশন, পটলভাইয়ের প্রনীেপ, তিতলির বংশধর । নিজের লেখা বই ছাড়াও তার কিছু অনুবাদ গ্ৰন্থ রয়েছে। এর মধ্যে রয়েছে। লর্ড অভ দ্য ফ্লাইজ, হেইডি, ট্রেজার আইল্যান্ড, মবিডিক, দ্য অ্যাডভেঞ্চার্স অব টম সয়্যার ।