আইজাক নিউটন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। বিজ্ঞানের জগতে প্রথম পদক্ষেপগুলাে গ্যালিলিও গ্যালিলি নিলেও বৈজ্ঞানিক অনুসন্ধানের আধুনিক প্রয়ােগকৌশলকে নিখুঁত করে তােলেন নিউটন।
নিউটনের কর্ম একটা জিনিস পরিষ্কার করে দিয়েছিল, দুলতে থাকা সামান্য এক পেন্ডুলাম যেমন ঘড়ির জটিল কাজগুলােকে পরিচালনা করে, তেমনি এই নিখিলবিশ্বের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে সাধারণ কিছু সূত্র মেনে, যা মানুষের জন্য সহজে অনুধাবন করার মতাে একটি ব্যাপার। আমাদের চারপাশে পৃথিবীর জটিল যে কাজগুলাে সম্পাদিত হচ্ছে, সবই এই সাধারণ সূত্রগুলাের পারস্পরিক ক্রিয়ার ফল। এই উপলব্ধি এবং পরীক্ষা পদ্ধতির সমন্বয় থেকে পরিচালিত হচ্ছে আজকের আধুনিক বিজ্ঞান।
শরিফুল ইসলাম ভুঁইয়া
ছোটদের জন্য অনেক দিন ধরেই লিখছেন । তাঁর গদ্য বিষয়-বৈচিত্র্যে ভরপুর । কোনো গল্পে থাকে রহস্য, বা চিরচেনা আটপৌরে জীবন । এপর্যন্ত তার ৩৫টির মতো বই প্রকাশিত হয়েছে । এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাতি নিয়ে হইচই, বিলের ধারে নীলভূত, পরীক্ষার মন্ত্র, ছোটদের হাসির গল্প, বিড়ালের মমি, খিলটুসের খপ্পরে, জীবন্ত দুঃস্বপ্ন, পটলভাইয়ের টার্টল মিশন, পটলভাইয়ের প্রনীেপ, তিতলির বংশধর । নিজের লেখা বই ছাড়াও তার কিছু অনুবাদ গ্ৰন্থ রয়েছে। এর মধ্যে রয়েছে। লর্ড অভ দ্য ফ্লাইজ, হেইডি, ট্রেজার আইল্যান্ড, মবিডিক, দ্য অ্যাডভেঞ্চার্স অব টম সয়্যার ।