আধুনিক ইউরোপ (১৪৫৩-১৭৮৯)

Author : মোঃ রমজান আলী আকন্দ

List Price: Tk. 300

Tk. 255 You Save 75 (25%)

আধুনিক ইউরোপের ওপর রচিত এটি একটি তথ্যসমৃদ্ধ ইতিহাস গ্রন্থ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স (সম্মান) ৩য় বর্ষ এবং এমএ পূর্বভাগ ক্লাসের জন্য সিলেবাস অনুসরণ করে গ্রন্থটি রচিত হয়েছে। গ্রন্থটিতে আধুনিক যুগের শুরু তেকে ১৭৮৯ খ্রিস্টাব্দ পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাবলি তথ্যনিষ্ঠভাবে তুলে ধরা হয়েছে। গ্রন্থটিতে মধ্যযুগ ও আধুনিক যুগের সীমারেখা, আধুনিক যুগের উত্তরণ, উত্তরণের কারণ, রেনেসাঁস, ভৌগোলিক আবিষ্কার, ধর্মসংস্কার আন্দোলন, প্রতিসংস্কার আন্দোলন, ইউরোপের শক্তিশালী জাতি-রাষ্ট্রগুলোর কালানুক্রমিক বিবরণ সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। গ্রন্থটি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজের ইতিহাস বিষয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের কাজে লাগবে। বইটি যদি শিক্ষক ও ছাত্রছাত্রীদের প্রয়োজন মেটায় তাতেই লেখকের শ্রম সার্থক হবে। ভূমিকা ইতিহাসের ঘটনা একটি প্রবহমান নদীর মতো। ইউরোপের ইতিহাস দীর্ঘ বিবর্তনের মাধ্যমে ১৪৫৩ খ্রিস্টাব্দের পর থেকে নতুন মাত্রা লাভ করে। মধ্যযুগের সামন্তবাদী ধ্যানধারণা এবং ধর্মীয় অন্ধত্ব ইউরোপীয় মনীষাকে পশ্চাৎপদ করে রেখেছিল। সমাজের অধিকাংশ মানুষ ছিল ভূমিদাস। সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার ভূলণ্ঠিত হয়েছিল্ ভূম্যধিকারী এবং রাজনৈতিক ক্ষমতা ভোগকারীরা সকল মানুষকে শোষণ করে ইহলৌকিক আরাম-আয়েশ একচেটিয়া করে নিয়েছিল। ১৪৫৩খ্রি. তুর্খিরা কনস্টান্টিনোপল দখল করলে গ্রিক ভাবধারায় স্নাত পণ্ডিতরা ইতালিতে পালিয়ে যায়। বাইজানটাইন সাম্রাজ্যের ধর্মীয় কর্তৃত্ব রাশিয়ার জারদের নিয়ন্ত্রণে চলে যায়। ইউরোপীয় বাণিজ্য পথ তুর্কিদের কুক্ষিগত হওয়ায় অনেক ইউরোপীয় দেশ সমুদ্রপথে মহাসাগর পাগিড় দিয়ে নতুন নতুন দেশে বাণিজ্য যোগাযোগ স্থাপনে সচেষ্ট হয়। স্পেন ও পর্তুগালের পৃষ্ঠপোষকতায় খ্রিষ্টান মিশনারিরা নবউদ্যমে খ্রিস্টধর্ম প্রচারণায় আত্মনিয়োগ করে। ইউরোপের বিভিন্ন দেশ বিশেষ করে স্পেন, অস্ট্রিয়া, ফ্রান্স, সুইডেন, ইংল্যান্ড, রাশিয়া প্রভৃতি দেশে শক্তিশালী রাজশক্তি গড়ে ওঠে। ফলে ইউরোপের আধিপত্য নিয়ে এবং ঔপনিবেশিক সাম্রাজ্যকে কেন্দ্র করে বিভিন্ন দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। আধুনিক যুগের শুরুতে ইউরোপে শিক্ষাক্ষেত্রে নতুন ধ্যানধারণা বিকাশের ফলে ধর্মীয় কুসস্কার ও গোঁড়ামির ভিত্তি ভেঙে পড়ে। মানবতাবাদীগণ ধর্মীয় শৃঙ্খল থেকে মানুষকে মুক্তকরার জন্য প্রচলিত বিশ্বাস ও ধ্যানধারণাকে নতুনভোবে যাচাই করতে শুরু করে। এর ফলে বিশ্বাসের স্থলে যুক্তিবাদ ইউরোপীয় সমগ্র জীবনধারাকে নতুনভাবে প্রভাবিত করতে শুরু করে। প্রাচীন গ্রিক ও রোমান জীবন ভাবনার সাথে পরিচিত হওয়ার ফলে মানুষের মধ্যে ইহজাগতিকতা এবং ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ জাগরিত হয়। ফলে মানুষ সামন্তবাদী রাজনৈতিক শৃঙ্খল এবং ধর্মীয় গোঁড়ামি থেকে মুক্ত হতে চেষ্টা শুরু করে। বুদ্ধিবাদের প্রভাবে মানুষ জীবন ও জগৎ সম্পর্কে নতুন ধারণা লাভ করে। এর ফলে ধর্ম, রাজনীতি, শিক্ষা প্রতিটি ক্ষেত্রেই নতুন উদ্যম ও উদ্দীপনা দেখা হয়। যার মাধ্যমে মানুষ সকল রকমের বাধ্যবাধকতা থেকে মুক্ত হয় এবং নিজকে নতুনভাবে আবিষ্কার করে। ইউরোপের ইতিহাসে মানবজীবনের বহুমাত্রিকতার এই গ্রন্থটিতে আলোচনা করার চেষ্টা করেছি। রাজনীতি, অর্থনীতি ও ধর্মের পরিবর্তিত রূপ কীভাবে আধুনিক পুঁজিবাদকে বিকশিত করেছিল তার আরোচনা এই গ্রন্থে স্থান পেয়েছে। সপ্তদশ শতক থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত ফ্রান্স ইংল্যান্ড, প্রাশিয়া, রাশিয়া ও অস্ট্রিয়ার রাজবংম কীভাবে ইউরোপীয় রাজনীতির গতিধারাকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল তার বিবরণ রয়েছে এই গ্রন্থটিতে। আমার রচিত পূর্ববর্তী অন্যান্য ইতিহাস গ্রন্থের মতো এই গ্রন্থটিও যদি ছাত্রছাত্রী ও শিক্ষকদের প্রয়োজন মেটায় তা হলে আমার শ্রম সার্থক হয়েছে বলে আমি খুশি হব। গ্রন্থটি সম্পর্কে প্রয়োজনীয় মতামত ও আদর্শ জানালে চিরকৃতজ্ঞ থাকব। নিবেদক মোঃ রমজান আলী আকন্দ ইতিহাস বিভাগ সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
Title আধুনিক ইউরোপ (১৪৫৩-১৭৮৯)
Author মোঃ রমজান আলী আকন্দ
Publisher অবসর প্রকাশনা সংস্থা
ISBN 9789848796115
Edition ২য় মুদ্রণ, ২০১৬
Number of Pages 352
Country Bangladesh
Language বাংলা
ramzan_ali.jpg

মোঃ রমজান আলী আকন্দ

মাে. রমজান আলী আকন্দ সরকারি আজিজুল হক কলেজে ইতিহাস বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি বেশ কিছুকাল থেকে লেখালেখির সঙ্গে জড়িত আছেন। সরকারি কাজের অবসরে লেখালেখি করে তিনি সময় কাটান। তাঁর রচিত গ্রন্থ হচ্ছে : আধুনিক ইউরােপ (১৪৫৩-১৭৮৯), দক্ষিণ এশিয়ার ইতিহাস (প্রাচীনকাল থেকে ১৫২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত), বাংলার ইতিহাস, বিবর্তনের ধারা—আদিকাল থেকে ১৯৭১ খ্রিস্টাব্দ পর্যন্ত, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, বাংলার ইতিহাস প্রাচীনকাল থেকে ১২০৪ খ্রিস্টাব্দ পর্যন্ত, ইতিহাস ও ঐতিহাসিক, ইতিহাস পরিচিতি, ভারতের মুসলমানদের ইতিহাস, গুরু সক্রেটিস, জরথুস্ত্র। উল্লিখিত গ্রন্থ ছাড়াও প্রাচীন সভ্যতার ইতিহাস, প্রাচীন মিশরীয় সভ্যতা, প্রাচীন মেসোপটেমীয় সভ্যতা, পারস্য সভ্যতা, প্রাচীন গ্রিক সভ্যতা, প্রাচীন রুমান সভ্যতা, সিন্ধু সভ্যতা, হিব্রু সভ্যতা, প্রাচীন চীনা সভ্যতা, গৌতম বুদ্ধ, মুসলিম ইতিহাসতত্ত্ব, বাংলাদেশের জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য, ইতিহাস তত্ত্ব ও গবেষণা পদ্ধতিসহ আরাে কয়েকটি গ্রন্থ যন্ত্রস্থ অবস্থায় রয়েছে। তিনি সৌদি আরব, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তুরস্ক, কাতার প্রভৃতি দেশের ঐতিহাসিক নিদর্শনসমূহ পরিদর্শন করেছেন। তিনি সকলের সহানুভূতি ও দোয়াপ্রার্থী।


Submit Your review and Ratings

Please Login before submitting a review..