ড. মােঃ মকসুদুর রহমান নাটোর জেলার সিংড়া উপজেলার ১নং শুকাস ইউনিয়নের ছিলামপুর গ্রামে ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন। বাড়ি থেকে দুই মাইল দূরবর্তী শুকাস প্রাথমিক বিদ্যালয়ের পাঠ সমাপ্ত করে বােয়ালিয়া হাইস্কুল ও নন্দীগ্রাম কলেজে যথাক্রমে এসএসসি ও এইচএসসি পাস করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ১৯৭২ ও ১৯৭৩ সালে (অনুষ্ঠিত-১৯৭৫) এমএসএস পাস করার পর ১৯৭৬ সালে অত্র বিশ্ববিদ্যালয়ে প্রভাষকের পদে যােগ দেন। ২০১৭ সালে প্রফেসর হিসেবে অবসর নেন। পরবর্তীতে রাজশাহীস্থ নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রফেসর ও সভাপতি হিসেবে যােগ দেন। এতদসহ সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের ডিনের কর্তব্য পালন করছেন। মােট ৯টি গ্রন্থের প্রণেতা এবং ৪টি গ্রন্থের সম্পাদক। গবেষণামূলক প্রবন্ধের সংখ্যা প্রায় ৫০টি। গবেষণার মূল বিষয় স্থানীয় স্বায়ত্তশাসন। অধিকাংশ পুস্তক জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত আছে। তিনি ৮টি পিএইচডি এবং ৪টি এমফিল ডিগ্রির সুপারভাইজার। ৭২-৭৩ বছর বয়সেও অবিরত লেখালেখির মধ্যেই আছেন।