জন্ম : ১৬ জুলাই, রানীর বাজার, কান্দিরপাড়, কুমিল্লা। পিতা : মরহুম সুলতান আহমেদ, ব্যবস্থাপক, খান চা বাগান, | চিকনাগুল, সিলেট। মাতা : রহিমা আহমেদ (গৃহিণী)।
লেখাপড়া : জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল, সিলেট থেকে এসএসসি (প্রথম বিভাগ); ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা থেকে এইচএসসি (প্রথম বিভাগ) এবং ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা থেকে স্নাতক (দ্বিতীয় বিভাগ) ডিগ্রি অর্জন করেন। বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়ে দুটি কন্যা-সন্তান নিয়ে বর্তমানে গৃহিণীর দায়িত্ব পালন করছেন।
শখ : সাহিত্য চর্চা, বই পড়া, সিনেমা দেখা। শৈশব ও কৈশােরের পূর্ণ সময় চা বাগানের মনােরম প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠায় প্রকৃতি প্রেম, সাহিত্য চর্চা আর বই পড়ার প্রতি দুর্বলতার পাশাপাশি বৈবাহিক সূত্রে রাজধানী ঢাকায় স্থায়ীভাবে বসবাসের কারণে নগর জীবনের কঠিন বাস্তবতাও কবির লেখনীকে ব্যাপকভাবে প্রভাবিত করে। লেখালেখি দীর্ঘদিন যাবৎ করলেও অনলাইনে বিভিন্ন গ্রুপে সম্প্রতি নিয়মিত লেখালেখি করছেন এবং প্রচুর সম্মাননা পাচ্ছেন।