সোনিয়া তাসনিম খান, ২৮ নভেম্বর, বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে এক কুয়াশা ভেজা মনোরম বিকেলবেলায় জন্মগ্রহণ করেন। জন্ম ঢাকায় হলেও লেখকের জীবনের বর্ণিল শৈশব কেটেছে নয়নাভিরাম পাহাড়ি কন্যা চট্টগ্রামের কোলে। শিক্ষাগত জীবনে তিনি ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসন বিভাগে স্নাতক এবং পরবর্তীতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ব্যবসায় প্রশাসণের বিভিন্ন বিষয়ের ওপরও তিনি দেশে এবং বিদেশে বেশ কয়েকটি ট্রেনিং কোর্স সম্পন্ন করেছেন।
লেখালেখির প্রতি লেখকের তীব্র আকর্ষণ সেই ছেলেবেলা থেকেই। পারিবারিক আবহ সাহিত্যচর্চার ক্ষেত্রে সবসময়ই পরিপূরক হিসেবে কাজ করেছে। অমর একুশে বইমেলা ২০২০-এ লেখক হিসেবে তাঁর রচিত গল্প গ্রন্থ ‘মায়ের গয়নার বাক্স’ দিয়ে তাঁর আত্মপ্রকাশ ঘটে। ২০২১-এ তাঁর রচিত উপন্যাস ‘অসমাপ্ত’ এবং পর্যায়ক্রমে ২০২২ সালের অমর একুশে বইমেলায় তার লেখা রহস্য উপন্যাস ‘কেনিয়া ভয়ংকর’ প্রকাশিত হয়েছে। এছাড়াও দুই বাংলার বিভিন্ন যৌথ সংকলন গ্রন্থ, কাব্যগ্রন্থ, শিশুতোষ গ্রন্থ এবং আন্তর্জাতিক কিছু পত্রপত্রিকা ও ম্যাগাজিনে তাঁর বেশকিছু লেখা প্রকাশ পেয়েছে। যেসব পাঠকসমাজে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। প্রকাশ পাবার অপেক্ষায় রয়েছে আরও কিছু লেখা। বর্তমানে তিনি দুই বাংলার বিভিন্ন সাহিত্যচর্চামূলক গ্রুপ, অনলাইন পোর্টাল, ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি চালিয়ে নিচ্ছেন। বাবা আবুল মনসুর মোঃ আনোয়ারুল হামিদ খান ও মাতা ফিরোজা বেগমের প্রথম সন্তান লেখক। স্বামী মোঃ আশরাফ ইকবাল তরফদার ও দুই কন্যা রিফ তাসফিয়া ও সারাহ ওয়ানিয়াকে নিয়ে তিনি বর্তমানে ঢাকায় বাস করছেন।