সাহাদত হােসেন খান ১৯৫৬ সালের পহেলা মে নরসিংদী জেলার মনােহরদী উপজেলার কাটাবাড়িয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জাগ্রহণ করেন। ১৯৬৭ সালে তার পরিবার পার্শ্ববর্তী শিবপুর উপজেলায় স্থানান্তরিত হয়। তার বর্তমান গ্রামের নাম সাতপাড়া। ১৯৭২ সালে তিনি শিবপুর হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় স্টার মার্কসহ প্রথম বিভাগ এবং ১৯৭৪ সালে ঢাকা কলেজ থেকে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৭৬ সালে তিনি নরসিংদী কলেজ থেকে দ্বিতীয় বিভাগে প্রথম হয়ে হাতক এবং ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে দ্বিতীয় বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। আন্তর্জাতিক বিষয়ে তার আগ্রহ সহজাত। এ আতাহ থেকে তিনি আন্তর্জাতিক ও ঐতিহাসিক বিষয় নিয়ে বহু বই লিখেছেন। সাংবাদিকতা তাকে এ বিষয়ে যথেষ্ট সহায়তা করেছে। তিনি একজন পেশাদার সাংবাদিক। ১৯৮৭ সালে তিনি সাংবাদিকতায় প্রবেশ করেন। দৈনিক দিনকাল, দৈনিক ইনকিলাব ও দৈনিক ইত্তেফাকসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে তিনি সাংবাদিকতা করেছেন। সাহাদত হােসেন খান জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নে (ডিইউজে) চার মেয়াদে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।