গোলাম সারোয়ার

১৯৬০ সালের ৬ই জুন গোলাম সারোয়ারের জন্ম। পৈতৃক নিবাস বিভাগীয় শহর রংপুরে। বাংলাদেশের উত্তরাঞ্চলের জল-হাওয়ায় লক্ষ্যহীনভাবে বেড়ে ওঠা যুবক। সম্মান শ্রেণিতে পড়ার সময় ১৯৭৯ সালে যাত্রাপালায় অভিনয়ের মধ্য দিয়ে সারোয়ারের নিয়মিত সাংস্কৃতিক-পাঠের প্রত্যক্ষ সূচনা হয়। এরপরে ধীরে ধীরে আবৃত্তি, পথনাটক, গণসঙ্গীত, মঞ্চনাটক, তথ্যচিত্র ও চলচ্চিত্র সব শাখাতেই কাজ করেন তিনি। কণ্ঠশীলন পরিবেশিত উল্লেখযোগ্য আবৃত্তি প্রযোজনায় অংশগ্রহণ―শিকড়ের ডানা-তাইরে নাইরে না, রথের রশ...

Read More