ফিওদর দস্তইয়েস্কি ১১ নভেম্বর ১৮২১ সালে রুশ সাম্রাজ্যের মস্কো গভর্নরেট, মস্কোয় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন রুশ ঔপন্যাসিক, ছােটগল্পকার, প্রাবন্ধিক ও দার্শনিক। তার অনেক রচনাই বিশ্বসাহিত্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হয়ে থাকে। তার প্রধান সাহিত্যকর্মের মধ্যে অপরাধ ও শাস্তি, মৃত্যুপুরী, দি ইডিয়ট, ভূতলবাসীর আত্মকথা, শয়তান এবং দ্য ব্রাদার্স কারামাজভ উল্লেখযােগ্য। দস্তইয়েস্কির রচিত নােটস ফ্রম আন্ডারগ্রাউন্ড অস্তিত্ববাদী দর্শনের ভিত্তি গড়তে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দস্তইয়েস্কি একাধিক দার্শনিক ও লেখকদের দ্বারা প্রভাবিত, তন্মধ্যে রয়েছেন পুশকিন, গােগল, অগাস্তিন, শেক্সপিয়ার, ডিকেন্স, বালজাক, লেমন্তফ, হুগাে, পাে, প্লেটো, থের্ভান্তেস, হের্জেন, কান্ট, বেলিন্স্কি, হেগেল, শিলার, সলােভিয়ভ, বাকুনিক, স্যান্ড, হফম্যান ও মিকিয়েভিজ্ঞ। তার লেখনী রাশিয়ায় এবং রাশিয়ার বাইরে ব্যাপক হারে পঠিত এবং তার পরবর্তী একাধিক লেখককে প্রভাবিত করেছে, তন্মধ্যে রয়েছেন রুশ লেখক আলেকসান্দ্র সলঝেনিৎসিন ও আন্তন চেখভ এবং দার্শনিক ফ্রিডরিখ নিৎশে, জঁ-পল সার্জ। তাঁর বইগুলাে ১৭০টির অধিক ভাষায় অনূদিত হয়েছে।
দস্তইয়েস্কি ৯ ফেব্রুয়ারি ১৮৮১ সালে রুশ সাম্রাজ্যের সেন্ট পিটার্সবার্গে পরলােকগমন করেন।