ফার্মাসি বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করা ফাহমিদা ফারুকের জন্ম ২৮ এপ্রিল, চট্টগ্রামে। পিতা মােহাম্মদ ওমর ফারুক ছিলেন পিএইচপি গ্রুপ অভ ইন্ডাস্ট্রির একজন উচ্চপদস্থ কর্মকর্তা। সেই সুবাদেই পরিবারসমেত চট্টগ্রামে থেকেছেন প্রায় দেড় যুগেরও বেশি সময়। বর্তমানে তিনি ঢাকার একজন স্থায়ী বাসিন্দা। ছােটবেলা থেকেই স্বপ্ন দেখতেন, সবকিছুতেই পারদর্শী হবার। একটি একটি করে সেই স্বপ্ন বাস্তবায়িত করে চলেছেন প্রতিনিয়ত। শিক্ষাজীবনে স্কাউট, বিজ্ঞানমেলায় অংশগ্রহণসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযােগিতায় এই পর্যন্ত অর্জন করেছেন ত্রিশটিরও বেশি পুরস্কার। স্কুলজীবনে প্রথম স্থান অর্জনের জন্য পেয়েছিলেন বৃত্তিসহ উপহার হিসেবে গল্পের বই। সেই গল্পের বই দিয়ে প্রথম শুরু তাঁর সাহিত্যপ্রীতি। বড় ভাইয়ের লেখা কবিতায় অনুপ্রাণিত হয়ে লেখালেখির শুরু কবিতা দিয়ে। এরপর গল্প, এরপর উপন্যাস। লিখেছেন অগণিত গান। প্রথম লেখা উপন্যাস ‘স্বপ্নের অনুবাদ হলেও প্রথম প্রকাশিত বই ‘মন খারাপের রং সাদা’ প্রকাশ পায় ২০১৬ সালে। প্রথম বই বেস্ট সেলারের তালিকায় আসার পর থেকেই লেখালেখিতে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল দ্বিগুণ। সেই বিশ্বাস থেকেই ফার্মাসিস্ট হয়েও নিজেকে লেখক দাবি করতেই বেশি স্বাচ্ছন্দ্যবােধ করেন তিনি। | লেখকের অন্যান্য বই : ‘মন খারাপের রং সাদা’ (২০১৬), ‘মৃত্যু’ (২০১৮), ‘মায়াবী মুখােশ (২০২০), ‘অ্যান্টিডােট’ (২০২১)।