বিশিষ্ট বাত রােগ, ফিজিক্যাল মেডিসিন ও ব্যথা বিশেষজ্ঞ ডা. এম. শহীদুর রহমানের স্বাস্থ্যবিষয়ক। লেখায় হাতেখড়ি সেই চিকিৎসা বিজ্ঞানের ছাত্র থাকা অবস্থায়। মেডিক্যাল রিপাের্টারের কাজের পাশাপাশি। সাপ্তাহিক রােববারে নিয়মিত লিখতেন। জন্ম ১৯৫৬, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার গুনটিয়া গ্রামে। মুক্তিযােদ্ধা ডা. এম. শহীদুর রহমান টাঙ্গাইলের জামুর্কী হাই স্কুল থেকে মাধ্যমিক পাস ও করটিয়া সা’দাত কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাসের পর ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি হন। এমবিবিএস পাস করেন ১৯৮২ সনে। দীর্ঘদিন বিদেশে। অবস্থানের পর দেশে ফিরে ১৯৯৬ সনে ফিজিক্যাল। মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিষয়ে এফসিপিএস। ডিগ্রি লাভ করেন। বিভিন্ন স্থানে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কাজ করার পর ২০০৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যােগদান করেন। বর্তমানে তিনি সেখানেই সহযােগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। চিকিৎসা বিষয়ে তার অনেক প্রকাশনা রয়েছে এবং দেশে-বিদেশে অনেক গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপনা। করেছেন। তিনি বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিকের স্বাস্থ্য পাতায় নিয়মিত লেখেন। এর আগে তিনি স্বাস্থ্য। বিষয়ে বাংলা ভাষায় আরাে দুটি স্বাস্থ্য সচেতনতামূলক বই লিখেছেন। বই দুটি হচ্ছে ‘বাত-ব্যথা-বেদনা’ এবং বার্ধক্যে অসুখবিসুখ’ । বই দুটি ইতােমধ্যে যথেষ্ট পাঠকপ্রিয়তা পেয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ছাত্রদের জন্য তাঁর লেখা চতুর্থ বই হচ্ছে ‘Manual Of Physical Medicine & Rehabilitation'. ‘স্ট্রোক ও প্রতিকার’ বইটির। তৃতীয় সংস্করণ তাঁর লেখার ব্যাপক পাঠকপ্রিয়তারই। বহিঃপ্রকাশ।