ডক্টর এম. মতিউর রহমান ১৯৫৬ খ্রিষ্টাব্দের ১৪ অক্টোবর শ্রীভূমি সিলেটের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা সদরে জন্মগ্রহণ করেন। ১৯৯৩ খ্রিষ্টাব্দে তিনি কলকাতাস্থ সংস্কৃত প্রজ্ঞামহাবিহার থেকে ভারতীয় দর্শন ও বেদবিদ্যা পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান (ডিস্টিংশন-সহ) অধিকার করে দর্শনশাস্ত্রী উপাধি লাভ করেন। ১৯৯৬ খ্রিষ্টাব্দে তিনি মহামহােপাধ্যায় আচার্য ডক্টর শ্রীধ্যানেশনারায়ণ চক্রবর্তী এবং ডক্টর শ্রীসুনীলকুমার দাস-এর যৌথ তত্ত্বাবধানে কলকাতাস্থ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ডক্টর রহমান ২০০৩ খ্রিষ্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পােষ্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। বর্তমানে ড. রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত। গােবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের সম্পাদনা পর্ষদের মাননীয় উপাচার্য মনােনীত সভ্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবেও তিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ দর্শন সমিতি, বাংলা একাডেমি, এশিয়াটিক সােসাইটি অব বাংলাদেশ, ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি এবং কলকাতাস্থ ভারতীয় দর্শনপীঠ, বঙ্গীয় দর্শন পরিষদ ও বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর জীবনসভ্য হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। তার কয়েকটি উল্লেখযােগ্য গ্রন্থের মধ্যে সাবেকী ও প্রতীকী যুক্তিবিদ্যা, দর্শনের মূলনীতি, প্রচলিত পাশ্চাত্য যুক্তিবিদ্যা, প্রতীকী যুক্তিবিদ্যা : বাচনিক কলন, প্রতীকী যুক্তিবিদ্যা : প্রারম্ভিক বিধেয় কলন, বাঙালির দর্শন : মানুষ ও সমাজ, বাঙলার দার্শনিক মনীষা, ভারতীয় দর্শন ও সংস্কৃতি, বাঙালির দর্শন : ব্রাহ্ম ভাবধারা (তিন খণ্ড), বাণী গীতিময় : অশ্রু দিয়েছি মুছে (গীতিকাব্য), বীণায় তুলেছি সুর : স্বপ্নের দ্বার খুলে, অশ্রু হয়ে এলে (গীতিকাব্য), ধর্মদর্শন পরিচিতি, ভাষাদর্শন : শব্দার্থ ও বাক্যার্থ, নন্দনতত্ত্ব ও শিল্পদর্শন (তিন খণ্ড), শ্রীহীরেন্দ্রনাথ দত্ত-র দার্শনিক বঙ্কিমচন্দ্র (সম্পা.), বৌদ্ধদর্শন : তত্ত্ব ও যুক্তি (দুই খণ্ড) সম্পা., রবীন্দ্র দর্শন : মানুষ ও সমাজ, (১ম খণ্ড) সম্পা., মার্কসীয় দর্শন : মানুষ ও সমাজ (৫ খণ্ড) সম্পা., সৌন্দর্য, শিল্পকলা ও নন্দনতত্ত্ব (৫ খণ্ড) সম্পা., বাঙালির দর্শন : প্রাচীন যুগ (সম্পা.), বাঙালির দর্শন : মধ্যযুগ (২ খণ্ড) সম্পা., অগ্রন্থিত হুমায়ুন কবির (২ খণ্ড) সম্পা., ধর্মমনস্তত্ত্ব পরিচিতি (অনু. ও সম্পা.), অধিবিদ্যা কী? (অনু.), অধিবিদ্যার স্বরূপ (অনু.), জ্ঞানের স্বরূপ জিজ্ঞাসা (অনু.), ডক্টর রমা চৌধুরী-র বেদান্ত দর্শন এবং অগ্রন্থিত হুমায়ুন কবির (সম্পা.) অন্যতম।