আবদুল মান্নান সৈয়দ (১৯৪৩-২০১০) জন্ম. চব্বিশ পরগণা, পশ্চিমবঙ্গ, ভারত, ৩ আগস্ট ১৯৪৩। ছদ্মনাম : অশােক সৈয়দ। | কর্মজীবনে তিনি শেখ বােরহানুদ্দীন কলেজ, সিলেটের মুরারিচাঁদ কলেজ এবং ঢাকায় জগন্নাথ কলেজে অধ্যাপনা করেছেন। দায়িত্ব পালন করেছেন ডিস্ট্রিক্ট গেজেটিয়ারে। ঢাকার জগন্নাথ কলেজে দীর্ঘকাল অধ্যাপনা করার পর ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত মেয়াদের জন্য তিনি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ছিলেন।
তিনি সমকালীন বাংলা সাহিত্যে এক-প্রতিনিধিত্বশীল লেখক-ব্যক্তিত্ব। সমালােচনা, প্রবন্ধ, কবিতা, কাব্যনাটক, গল্প, উপন্যাস, অনুবাদসহ শিল্পসাহিত্যের অধিকাংশ শাখায় তিনি তাঁর সুদৃঢ় অবস্থান নির্মাণ করেছেন। সাহিত্যের জন্য তিনি ছিলেন পুরাে মাত্রায় আত্মনিবেদিত। সকল ধারার লেখায় তিনি তাঁর সপ্রতিভ চিন্তা, মেধা, যত্ন ও শ্রমের ছাপ রেখেছেন। তিনি তুমুল সৃষ্টিশীলতা ও অভিনিবেশিত গবেষণা-পরস্পর ভিন্ন দুই বিরল স্বভাবেরই অধিকারী ছিলেন।
তাঁর মৌলিক লেখায় সব সময় নতুন কিছু নিয়ে আসার দিকে তিনি আগ্রহী ছিলেন, আবার গবেষণা কাজে তাঁর শ্রম-আন্তরিকতা, নিষ্ঠার তুলনা মেলা ভার।।
বাংলা ও বিশ্বসাহিত্য নিয়ে তাঁর পর্যবেক্ষণও ছিল। তুখােড়। প্রখর স্মৃতিশক্তি ও অগ্রসর দৃষ্টিভঙ্গির কারণে তিনি ক্লাসিক, সমকালীন ও আধুনিক যেকোনাে সাহিত্য আলােচনায় অতুলনীয় ভাষ্যকার হিসেবে জায়গা করে নিয়েছিলেন।
পুরস্কার : বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮১), একুশে পদক, আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮১), নজরুল পুরস্কার (পশ্চিমবঙ্গ, ১৯৯৮), নজরুল পদক (২০০১), কবি তালিম হােসেন পুরস্কার (২০০০), লেখিকা সংঘ পুরস্কার (২০০০), অলক্ত সাহিত্য পুরস্কার (২০০২)।
মৃত্যু. ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০১০।